বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) বার্ষিক সাধারণ সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কার্যকরী পরিষদ ২০২৩-২৪ কমিটির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসাস’র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য আমানুর রহমান রনি। প্রধান আলোচক ছিলেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম মনি।
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক শাহরিয়ার মাসুদ।
আরও পড়ুন: এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি বিন মুর্তজা
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মমিনুল হক খান, সাজিদুর রহমান সজিব, শাওন হোসাইন, বেলাল শেখ প্রমুখ।
ইবাংলা/এসআরএস