নিজেদের মাঠে প্রথম লেগে হারায় জয়ের কোনো বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের সামনে। ফাইনাল নিশ্চিত করতে সেই সঙ্গে অন্তত দুই গোলের ব্যবধান রাখার চাহিদা ছিল লস ব্লাঙ্কোদের।করিম বেনজেমার হ্যাটট্রিকেই বার্সাকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন… তৃতীয় দিনে টেক্টর-মুরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আইরিশরা
অথচ ম্যাচের আগে কথা হচ্ছিল বার্সার সাম্প্রতিক এল ক্লাসিকো ফর্ম নিয়ে। জাভি হার্নান্দেজের দল এই মৌসুমে হওয়া চার ক্লাসিকোর তিনটিই যে জিতেছে। ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল জাভি হার্নান্দেজের দল। দ্বিতীয় মিনিটেই পেয়েছিল গোলের সুযোগ। এদুয়ার্দো কামাভিঙ্গায় বেঁচে যায় রিয়াল। প্রথমার্ধে এমন আরও অনেক ব্যর্থ আক্রমণ স্বাগতিকদের। ধ্রুপদি লড়াইয়ে পুরনো উত্তাপও ছড়িয়েছিল মাঠে। একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস ও গাভি।
দ্বিতীয়ার্ধ কেবলই রিয়ালময়। পাত্তাই পায়নি বার্সা। এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে রিয়ালের শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসী। বার্সা রক্ষণের আশপাশে গিয়ে তারা চেষ্টা করে সুযোগ তৈরির। ৫০ মিনিটে রিয়াল পেয়ে যায় নিজেদের দ্বিতীয় গোলটিও।
ডান প্রান্ত থেকে লুকা মদরিচ বার্সার তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে এগিয়ে গিয়ে অসাধারণভাবে বল বাড়ান বেনজেমার দিকে। ডি-বক্সের একটু বাইরে থেকে মাটি কামড়ানো শটে বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের হয়ে ব্যবধান ২-০ করেন এই ফরাসি স্ট্রাইকার।
আরও পড়ুন… মেসিকে সাড়ে চার হাজার কোটি টাকা বেতনের প্রস্তাব!
৫৮ মিনিটে তৃতীয় গোলের উপলক্ষ্য পায় রিয়াল। ফ্রাঙ্ক কেসি ডি-বক্সের ভেতর ভিনিসিয়ুসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে ভুল করেননি বেনজেমা। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এনে দেন ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকার। ৩-০ গোলে পিছিয়ে গিয়ে বার্সা এরপর যেন আর ম্যাচেই ছিল না।
৮০ মিনিটে ভিনিসিয়ুসের দৃষ্টিনন্দন এক পাসে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-০ (দুই লেগে মিলিয়ে ৪-১) গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
ইবাংলা/এইচআর/৬ এপ্রিল ২০২৩