জাতীয় সংসদের বিশেষ অধিবেশন পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন পুনরায় শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছে।

আরও পড়ুন… শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র আজ সুরক্ষিত

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের ২২তম এ বিশেষ অধিবেশন শুরু হয়। ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। ২০২৩ সালের ৭ এপ্রিল সংসদের সুবর্ণজয়ন্তী। তাই এ অধিবেশন সংসদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

জাতীয়সংসদের