ইসরায়লি বিমান হামলার প্রতিশোধ নিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। শনিবার এ হামলা চালায় সিরিয়া। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ায় ওপর আর্টিলারি হামলা শুরু করেছে। গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার পর শনিবার (৮ এপ্রিল) মধ্যরাতে এই আন্তঃসীমান্ত হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন… বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৪৪
ইসরায়েলি সেনাবাহিনী দাবি, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয়েছে। প্রথমটিতে তিনটি রকেট ছিল, যার মধ্যে একটি রকেট ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে আঘাত হানে। তবে নিক্ষিপ্ত এসব রকেটের কোনোটিতেই ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর তাণ্ডবের প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে গাজা ও লেবানন। এরপরই ইসরায়েল সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে ও গাজা উপত্যকায় ‘ফিলিস্তিনি হামাসকে’ লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ‘উত্তেজনা’ বৃদ্ধির পায়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিল, ‘আপাতত অভিযান’ শেষ হয়েছে। তারা নতুন করে আর হামলা চালাবে না।
ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩