ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা-গায়ক পুনিত রাজকুমার। কোটি ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সদ্য প্রয়াত এই তারকা অভিনেতা ব্যাপক সামাজিক কার্যক্রম পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ ছিলেন।
ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি, তিনি শুধু অনুদানই দিতেন না, এতিমখানা, বিদ্যালয় ও বৃদ্ধাশ্রম পরিচালনা করতেন। এমনকি বাবা কন্নড় সিনেমার ‘ম্যাটিনি আইডল’ রাজকুমারের শুরু করা নানা জনকল্যাণমূলক উদ্যোগ তিনি তত্ত্বাবধান করতেন।
জানা যায়, কর্ণাটকের বিভিন্ন স্থানে ৪৫টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনিত। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার ছিল এই অভিনেতার কাঁধে। এ ছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো ২৬টি অনাথাশ্রম, ১৯টি গরুর খামার এবং ১৬টি বৃদ্ধাশ্রম।
আরও পড়ুন : পুনিতের প্রয়াণে হার্ট অ্যাটাক ও আত্মহত্যায় তিন ভক্তের মৃত্যু!
পুনিতের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলছে। অনেকেই কাঁদছেন তাদের প্রিয় এই মানুষের জন্য। তাদের কাছে পুনিত অভিনেতা ছিলেন না, ছিলেন দেবতার মতো।
পুনিতের বন্ধু ছিলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিশাল। প্রিয় বন্ধুর জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।
এ বিষয়ে বিশাল বলেন—পুনীত রাজকুমার ১ হাজার ৮০০ শিক্ষার্থীর পড়াশোনার ভার নিয়েছিলেন। পুনিত যা শুরু করেছিল তাতে আমি গর্বিত। আজ থেকে এটি আমি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন থেকে এসব শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব আমার।’
বিশালের পরবর্তী সিনেমা ‘ইনেমি’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন আনন্দ শঙ্কর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রি-রিলিজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশাল।
গত ২৯ অক্টোবর জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এর পর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পুনীত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : ছেলের নিরাপত্তায় দেহরক্ষী নিয়োগ দেবেন শাহরুখ!
শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।
ইবাংলা/এএমখান/০২ নভেম্বর, ২০২১