আটলান্টিক পার হলেই কি গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আটলান্টিক পার হলেই কি তাদের গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায়? তিনি বলেন, আমেরিকা গণতন্ত্র চর্চা করে তাদের আটলান্টিক পর্যন্ত। এটা যখন পার হয়ে যায়, তখন তাদের গণতন্ত্রের সংজ্ঞাটাই বদলে যায়। সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টায় সুর্বন্তজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন… বিএনপি নতুন আর কোনো ‘ট্র্যাপে’ পা দেবে না

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা এত গণতন্ত্রের কথা বলে। তাদের দেশে গণতন্ত্র চর্চার অবস্থা কী? যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে তিনজন কংগ্রেস সদস্যকে বরখাস্ত করা হয় অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে কথা বলার অপরাধে। আমেরিকায় প্রতিদিন দেখা যায়, স্কুলে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে, ক্লাবে ঢুকে যাচ্ছে। এভাবে প্রতিনিয়ত সেখানে শিশুসহ অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। ওই তিন কংগ্রেস সদস্যের অপরাধ ছিল তারা অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে তারা এদেশে এমন একটি সরকার আনতে চাচ্ছে, যাদের আনলে গণতন্ত্রের অস্তিত্বই থাকবে না। এদের সঙ্গে যোগ দিয়েছেন কিছু বুদ্ধিজীবী।

আরও পড়ুন… ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন-ব্লিঙ্কেন বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটানা ক্ষমতায় রয়েছি বলে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি। নিম্ন-মধ্যম আয়ের সবার প্রতি দৃষ্টি আছে আমাদের। তিনি বলেন, আজকে গ্রাম এবং শহরের পার্থক্য অনেক কমে গেছে। এ দুটোর মধ্যে আরেকটি শহর গড়ে উঠেছে। আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি।

ইবাংলা/এইচআর/১০ এপ্রিল ২০২৩

গণতন্ত্রেপ্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্র