সাকিব-মুস্তাফিজ বাদে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। মঙ্গলবার (২ নভেম্বর) টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।

শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টাইগার একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপ একদশে প্রথমবারের মতো জায়গা হলো শামীম হোসেনের।

চোটের কারণে বিশ্ব আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। অন্যদিকে বিশ্রামে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সুপার টুয়েলেভ যাত্রা শুরু করে বাংলাদেশ দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

বাংলাদেশের একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

রেজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিক নর্কিয়া, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও তাবারিজ শামসি।

 ইবাংলা/নাঈম/২ নভেম্বর, ২০২১

একদশেজায়গা হলো শামীমরপ্রথমবারেবিশ্বকাপ
Comments (0)
Add Comment