নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।|

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন>> রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি নিহত ২

তিনি বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশও। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ইবাংলা/এসআরএস