জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাঁকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ওয়াকায়ামা শহরে একটি বক্তৃতায় অংশগ্রহণের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ছোড়া বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কিশিদা অক্ষত রয়েছেন। তাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকায়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন… কানাডার পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুঁড়ে দিতে দেখেছেন। তারপরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

ইবাংলা/এইচআর/১৫ এপ্রিল ২০২৩

জাপানেরপ্রধানমন্ত্রী