প্রেমে বড় আপত্তি সালমান খানের। বলিউডের সুলতানের মতে, প্রেমিকারা ‘জান’ বলে জীবন শেষ করতেই আসে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ গিয়ে একথাই বলেছেন তিনি। সালমান জানান, ‘জান’ বলার অধিকার তিনি কাউকে দেননি। কারণ প্রেমিকারা জীবন শেষ করে দিতেই জীবনে আসে। প্রথমে ‘জান’ বলে ভালবাসা দেখায়। তারপর প্রাণ ধ্বংস করে দেয়। তারপর ভালবাসা শেষ হয়ে যায়। আবার অন্য কারও জীবনে গিয়ে তাঁর প্রাণ ওষ্ঠাগত করে দেয়।
আরও পড়ুন… সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পূজা হেগড়ে
ঈদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তারই প্রচারে কপিল শর্মার শোয়ে অতিথি হয়েছিলেন ভাইজান। জনপ্রিয় কমেডিয়ান তার কাছে প্রেমের বিষয়ে জানতে চান। ‘জান’ বলার অধিকার আজকাল কাকে দিয়েছেন ‘দাবাং’ স্টার? প্রশ্ন করেন কপিল। উত্তরেই প্রেমের প্রতি যাবতীয় বিরক্তি প্রকাশ করে ফেলেন তারকা।
অবশ্য বলিউডের খবরে কান পাতলে, সালমানের রঙিন জীবনের অনেক গল্পই শোনা যায়। যার মধ্যে ভাইজানের জীবনের সবচেয়ে চর্চিত প্রাক্তন ‘প্রেমে’র অধ্যায় ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ। তাঁদের ঠেস দিয়েই কি ভাইজানের এমন মন্তব্য? উঠছে প্রশ্ন।
ইবাংলা/এইচআর/১৫ এপ্রিল ২০২৩