দুই দিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে লিটন দাসের আইপিএল অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কেকেআরের দলীয় প্রচারই মূলত বাংলাদেশি দর্শকদের সেই আশা দেখায়। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি লিটন ও বাংলাদেশী দর্শকদের।
আরও পড়ুন… মেসির রেকর্ডের রাতে পিএসজির বড় জয়
সেই তিক্ততা নিয়েই রোববার (১৬ এপ্রিল) বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কেকেআর। কলকাতা এবার দলে নিয়েছে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে। কিন্তু টুর্নামেন্টে এখনও অভিষেক হয়নি তার। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় মুম্বাইয়ের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তার পরিবর্তে সুযোগ মিলতে পারে লিটনের।
আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা যখন প্রবল, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন লিটন। সেই ছবিতে লিটনকে কী যেন পরামর্শ দিচ্ছেন দলটির কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেই ছবির ক্যাপশনে লিটন লেখেন, নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!
আরও পড়ুন… আইপিএলে টানা পঞ্চম হার দিল্লির
ওপেনার রহমতউল্লাহ গুরবাজ মোটেই আশার প্রতিদান দিতে পারছেন না। এক ফিফটি বাদ দিলে ভালো শুরু এনে দিতে পারেননি বাকি ম্যাচগুলোতে। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ আন্দ্রে রাসেলও। ৪ ম্যাচের একটিতে সর্বোচ্চ ৩৫ রান বাদ দিলে বাকি তিন ইনিংসেই সাজঘরে ফিরেছেন ১ অঙ্কের ঘরে। তবে কেন হটফর্মের লিটন সুযোগ পাবেন না- সমর্থকরা তো সেই প্রশ্ন তুলতেই পারেন।
ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩