মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা

নিজস্ব প্রতিবেদকঃ

মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন… বঙ্গবন্ধুর স্বল্পোন্নত দেশ শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নশীল

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সারের দাম কমিয়ে অবিলম্বে আগের জায়গায় নেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, শুধু বড়লোকের জন্য যাদের সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদেরকে টিকিয়ে রাখার জন্য এই সরকার কাজ করছে। এই সরকার সাধারণ মানুষের সরকার নয়।

মির্জা ফখরুল বলেন, আজকে এই সরকার একটি গণবিরোধী সরকার, আজকে সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সরকার আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের যারা খেটে খায়, পরিশ্রম করে খায় তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রতিবাদ করলেই গুলি, প্রতিবাদ করলেই মামলা, প্রতিবাদ করলেই গ্রেফতার। মানুষের প্রতি তাদের কোনো দয়ামায়া নেই কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি।

আরও পড়ুন… ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা

তিনি বলেন, কোনো গ্রেপ্তার মামলা দিয়ে এবার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগনকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে নির্বাচন দিতে হবে। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩

অগ্নিকাণ্ডঘটনামির্জা ফখরুল