রাষ্ট্রপতি ইচ্ছায় গুচ্ছ পদ্ধতিতেই থাকছে ইবি

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/বিবিএ/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ. এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন…ইবিতে বাংলা নববর্ষ উদযাপন

উল্লেখ্য, ১৬ এপ্রিল বিকাল ৫.০০ টায় উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ভবনের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরী সভা (অন-লাইন সরাসরি) অনুষ্ঠিত হয়।

এ সভায় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশ গ্রহণে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩

ইচ্ছায়গুচ্ছরাষ্ট্রপতি