চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

ইবাংলা ডেস্কঃ

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত থেকেই মহাসড়কটিতে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে। ফলে মহাসড়কে উত্তরের পথে যানবাহন চলাচল করছে ধীর গতিতে।

আরও পড়ুন… দেশের চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

চলকারা জানান, রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলী সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ব্যক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।

পুলিশ জানায়, ঈদের ছুটি শুরু হওয়ায় রাত থেকেই গাড়ির চাপ বেড়েছে। এ যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে মহাসড়কটিতে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন তারা।

ইবাংলা/এইচআর/১৯ এপ্রিল ২০২৩

বঙ্গবন্ধুমহাসড়সেতু