বিএনপি নির্বাচনে না আসা রাজনৈতিক কৌশল, ইসির ব্যর্থতা নয়

ইবাংলা নিউজ

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনের পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনার মো. আলমগীর। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, আমরা (নির্বাচন কমিশন) এখন পর্যন্ত ভালো কাজ করছি এবং ভবিষ্যতেও ভালো কাজ করব।

আরও পড়ুন…পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

নির্বাচনে এসে আমাদের পরীক্ষা নিতে আপনাদের (বিএনপি) আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের পরীক্ষা নিচ্ছেন না কেন?। পরীক্ষা না নিয়ে আপনারা কীভাবে জানলেন আমরা ফেল করব? আমরা সবসময় পরীক্ষা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মো. আলমগীর। জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কখনোই বলেনি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ভালো কাজ করছি এবং ভবিষ্যতেও করব। আমাদের সবসময় আহ্বান থাকবে (বিএনপির প্রতি), নির্বাচনে অংশগ্রহণ করুন, পরীক্ষা নিন। তার দাবি, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি আসছে না, এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়।

ইবাংলা/টিএইচকে

ইসিরনয়ব্যর্থতা