পরিবারের সাথে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগার দলের বর্তমান কোচিং প্যানেলের বিদেশিদের মধ্যে সবার আগে বাংলাদেশে ফিরলেন হাথুরু। এবার আয়ারল্যান্ড সফরের দল নিয়ে সিলেটে যাবেন তিনি।
আরও পড়ুন… পয়েন্ট হারিয়ে পঞ্চম শিরোপা জয় কঠিন হয়ে গেল আর্জেন্টিনার
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে বেসরকারি উড়োজাহাজ ইউএসবাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে আসেন মিরাজ-মুশফিকরা। পরে নির্দিষ্ট বাসে করে হোটেলে পৌঁছান খেলোয়াড়রা। দলের সঙ্গে প্রধান কোচসহ সব ফরম্যাটের কোচরা এসে পৌঁছেছেন।
বিসিবি সূত্র জানায়, সিলেট পৌঁছে ২৭ থেকে ২৯ এপ্রিল তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরে পরদিন ৩০ এপ্রিল ইংল্যান্ডের বিমান ধরবে ক্রিকেটাররা। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আরও পড়ুন… মেসির রেকর্ডের রাতে পিএসজির বড় জয়
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে এ সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে হবে সিরিজটি।
ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩