উড়াল সড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে বিমানবন্দরের সামনের সড়কে। তাই এই রাস্তার বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আরও পড়ুন… বাংলাদেশ-জাপানের ব্যবসায়ীদের ১১ সমঝোতা স্মারক সই
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, ‘রাস্তায় যেহেতু কাজ চলবে তাই রাস্তা কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। তাই শুক্রবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।
তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন। সাধারণ যাত্রীদের বিনা প্রয়োজনে এ সড়ক পরিহার করার জন্য অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন… গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেন লাইনচ্যুত
উল্লেখ্য, বিমানবন্দরের গোলচত্বর ঘিরে ৬টি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে মেট্রো রেল লাইন-১ আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। কিন্তু এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় অতি সতর্কতার সঙ্গে কাজ করতে হয় উন্নয়ন প্রকল্পের।
ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩