শনিবার (২৯ এপ্রিল) দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দেশের আট বিভাগের দু’এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন… দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২৫ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। তেঁতেঁ ওঠে গরম। তাপপ্রবাহ বইছিল ঢাকায়। তবে এর মধ্যেই কালবৈশাখী ও বৃষ্টি বেড়ে যায়। তাই শুক্রবারই (২৮ এপ্রিল) দেশ থেকে দূর হয় তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হচ্ছে, সঙ্গে থাকছে বৃষ্টি। বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।
আরও পড়ুন… খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩