বাইশ গজে ফিরেই জাকিরের সেঞ্চুরি

ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আয়ারল্যান্ড সিরিজে ডাক পেয়েছিলেন জাকির হাসান। সিলেটে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা দীর্ঘ হয় তার। তবে ইনজুরি কাটিয়ে বাইশ গজে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে সুপার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাকির।

আরও পড়ুন>> গাজীপুরে কারখানার গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ১৫

এদিন রূপগঞ্জের বোলাদের শাসন করে নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকির হাসান। ১০৬ রানে ইনিংসটি ১৩টি বাউন্ডারিতে সাজিয়েছেন তিনি। এজন্য ১০৬ বল খেলেছেন এ ব্যাটার।

অবশ্য জাকির শুরুটা করেছিলেন ধীরে ধীরে। ৫ ওভার শেষে তার সংগ্রহ ছিল ৯ বলে ৩ রান। ষষ্ঠ ওভারে আল আমিন হোসেনকে তিনটি বাউন্ডারি মেরে হাত খোলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

আরও পড়ুন>> দেশের শ্রমজীবী-পেশাজীবী মানুষের জীবনমান আরো উন্নত হোক

৫৬ বলে ফিফটি পূরণ করেন জাকির। পরের পঞ্চাশ করতে ৪৪ বল লেগেছে। ৯৮ বলে সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি জাকির। চিরাগ জানির বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন জাকির।

জাকিরের বিদায়ে ভাঙে শাহাদাত হোসেনের সঙ্গে তার ২২২ রানের উদ্বোধনী জুটি। পরে শাহাদাতও ১১৯ বলে ১০৪ রান করে আউট হন।

ইবাংলা/এসআরএস