বাফুফের জরুরি সভা চলছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনর (বাফুফে) জরুরি সভা বসছে আজ। মঙ্গলবার (২ মে) দুপুর দুইটায় সাধারণ নির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। এর আগে সকালে ডেভলপমেন্ট কমিটির সভা হয়েছে।

আজকের সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল কক্সবাজারে ফিফা ট্যাকনিক্যাল সেন্টারের নানা চুক্তি। এছাড়াও ট্যাকনিক্যাল সেন্টার ছাড়া নারী ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনও অন্যতম আলোচ্য সূচি নির্বাহী সভায়। তবে সব কিছু ছাপিয়ে সোহাগের কর্মকার্ডের বিষয়ে গঠিত তদন্ত কমিটির বিষয়টি নির্বাহী সভায় সবচেয়ে বেশি সময় আলোচিত হবে। দুই সহ-সভাপতি পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যত শঙ্কার মুখে।

আরও পড়ুন>> শুক্রবার দেশের হলে মুক্তি পাবে ‘পাঠান’

নির্বাহী কমিটির সভায় সশরীরে খুব বেশি উপস্থিত থাকতে দেখা যায়নি নোয়াখালীর ওয়াদুদ পিন্টু ও খুলনার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে। তাদের আজকের সভায় উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ থেকে তাদের পদত্যাগের আহ্বান জানাবে।

নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ৭ মার্চ। সেই পদত্যাগ নির্বাহী কমিটি সভা ছাড়া গৃহীত হওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে।

ইবাংলা/এসআরএস