গেলো কয়েক দিন থেকে ফরাসি কিংবা আর্ন্তজাতিক গণমাধ্যমে নানান কথা চর্চা হচ্ছে নেইমারে সঙ্গে বিচ্ছেদ হচ্ছে পিএসজির সর্ম্পক। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক মুখ খুলেননি দুই পক্ষেই। এর মধ্যেই দুই আগেই নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করেছে পিএসজির উগ্র সমর্থকেরা। সমর্থকদের দাবি, তারা নেইমারকে আর ক্লাবে দেখতে চান না।
যার কারণে পিএসজি কর্তৃপক্ষ নেইমার-লিওনেল মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়ের বাড়িতে নিরাপত্তাব্যবস্থা করেছে। এদিকে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ বলছে, পিএসজি ছাড়ার কথা ভাবছেন ব্রাজিলিয়ান তারকা। যদিও পিএসজির সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালে। ফরাসি গণমাধ্যমটি দাবি করছে, এত দিন পর্যন্ত নেইমার পিএসজিতে থাকতে চান কি না, সে বিষয়ে নিশ্চিত নন।
আরও পড়ুন>> বাংলাদেশে আজ দেখা যাবে চন্দ্রগ্রহণ
ফরাসি সংবাদমাধ্যমে ওঠা গুঞ্জনটা সত্যি হবে কি না, তা ভবিষ্যতে জানা যাবে। তবে ফরাসি বেশকিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমার ক্লাব ছাড়তে চাইলে পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস সম্ভবত অসন্তুষ্ট হবেন না এই বিষয়ে।
লেকিপ ও স্পেনের সংবাদমাধ্যম কারুসেল দেপোর্তিভো জানিয়েছে, পিএসজি তাকে ধারে ছাড়তে রাজি আছে। তবে একটি জুড়ে দিয়েছে তারা। সেটি হলো যে ক্লাব ধারে যাবেন নেইমার, সেই ক্লাবেই তাকে পরে কিনে নিতে হবে। পিএসজিতে নেইমারের যে বেতন আর চুক্তির মেয়াদ, তাতে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে বড় কিছু ক্লাবই তাকে কেনার সামর্থ্য রাখে বলে মনে করছে সংবাদমাধ্যম।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে শুধু মাত্র নিউক্যাসলের এই সাম্যর্থ রয়েছে তাকে কেনার। কারণ বর্তমানে ক্লাবটির মালিক রয়েছে সৌদি আরব সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে।
ইবাংলা/এসআরএস