ইসিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করল জাপা

সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল জাতীয় পার্টির নেতাদের। ভোটের বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করার নির্ধারিত কর্মসূচি ছিলো দলটির নেতাদের।

সকাল দশটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী মতবিনিময় স্থগিতের কথা জানান।

দেলোয়ার জালালী জানান, প্রধান নির্বাচন কমিশনারের অনুষ্ঠেয় মতবিনিময় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

আড়ো পড়ুন>>আ.লীগ সভাপতিকে লাঞ্ছিতের ফাঁকা গুলি নিক্ষেপ,৩ পুলিশ সদস্য আহত

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও মোস্তফা আল মাহমুদের যাওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। তবে নির্বাচনে মাঠ যাতে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় সেসব দাবি জানানোর কথা ছিল জাতীয় পার্টির নেতাদের।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আর ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন। ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন।

তফসিল অনুসারে খুলনা ও বরিশালে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে। আর রাজশাহী ও সিলেটে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে।

ইবাংলা/এসআরএস

ইসিজাপা