শান্তর পর সাজঘরে হৃদয়, চাপে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক আন্ড্রু বালবার্নি। এবারের সিরিজ সরাসরি সম্প্রচার না থাকায় টাইগার ভক্তরা খেলা দেখতে পারছে না টিভিতে। এসবের মাঝে আজ মাঠে গড়ায় প্রথম ম্যাচ। চেমসফোর্ডে টাইগারদের শুরু ধাক্কা সামলিয়ে শান্ত-হৃদয়ে ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দলীয় শতরানের দেখা পায় টাইগাররা। তবে অর্ধশতরানের জুটি গরে শান্ত সাজঘরে ফেরলে তার দেখানো পথে হাটেন হৃদয়ও। ফলে দ্রুত দুই উইকেটে হারিয়ে রান সংগ্রহের চাপে টাইগাররা।

আরও পড়ুন>> ফটোশুটের কথা বলে তরুণীকে স্টুডিওতে নিয়ে ধর্ষণ

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমেই ওভারেই উইকেট হারায় টাইগাররা। জশ লিটলের বলে ইনসুইংগিং ইয়র্কারের এলবিডব্লুর ফাদে পরে শূন্য রান করে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর ইনিংসের চতুর্থ ওভারে মার্ক অ্যাডায়ারের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার অধিনায়ক। ফলে ১৫ রানের ভিতর দ্রুত উইকেট হারিয়ে রান সংগ্রহের চাপে পরে টাইগাররা।

পরে তৃতীয় উইকেটে সাকিব আল হাসান ও শান্তের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহের পথ দেখছিলেন। তবে দলীয় ৫২ রানে ভাঙে ৩৭ রানের এই জুটি। উইকেট এসে সাকিব যতটা দারুণ খেলছিলেন, আউট হলেন ততটা বাজে ভাবেই। গ্রাহাম হিউমকে আড়াআড়ি খেলতে যেয়ে লেংথ বলটির নাগাল পাননি মোটেও।

সাকিবের সাজঘরে ফেরার পর হৃদয়কে নিয়ে বড় সংগ্রহের পথে হাটে নাজমুল হোসেন শান্ত। এ জুটি গড়েন অর্ধশতন। তবে দলীয় ১০২ রানে ভাঙে শান্ত-হৃদয়ের এই রান সংগ্রহ। ২১.৪ ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৪৪ রান করে সাজঘরে ফেরেন শান্ত।

ইবাংলা/এসআরএস