বরগুনা প্রতিনিধি : বরগুনা বামনা উপজেলা সদরের মধ্যে আমতলীতে বসত ভিটার জমি দখল করে অবৈধ ভাবে রাস্তা নির্মানের অভিযোগ রয়েছে।
বুধবার (১০ মে) দুপুরে জোরপূর্বক অবৈধভাবে রাস্তা নির্মান করেন প্রতিপক্ষ মোখলেস গং। পরে ওসির নির্দেশে থানা পুলিশের সহযোগিতায় শালিশ বৈঠকের প্রস্তাবের আগেই তারা অবৈধভাবে এ রাস্তা তৈরির চেষ্টা করেছে।
আরও পড়ুন>>>যেভাবে ট্র্যাক করবেন ঘূর্ণিঝড়ের গতিবিধি
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর আইউব আলী,আশ্রাব আলী,শাহাব আলী,হিম্মত আলী, আলী,হযরত আলী ও মহব্বত আলী গংদের ওয়ারিশর মালিকানা জমা-জমির বসত ভিটার জমি জোর পূর্বক ক্ষমতা দাপট দেখিয়ে রাস্তা নির্মান করেছে একই গ্রামের মোখলেস, নয়া মিয়া, মিলন বয়াতি,শাহজাহান,শামসু,কবিরসহ ২০/২৫ জনের একদল এ রাস্তা নির্মান করেন।
সাহাব আলী গাজী অভিযোগ করে বলেন, স্থানীয় শালিসদের মোটা অংকের টাকা বিনিময়ে ম্যানেজ করে পক্ষপাতি করে এ জমি থেকে রাস্তা নির্মানের সহযোগিতা করার অভিযোগ করেন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লেখিত অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বিরোধের মিমাংসা করা হবে।
ইবাংলা/টিএইচকে