প্যারিস সেইন্ট জার্মেনের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। আগামী ৩০ জুনের পর তিনি কোথায় যাচ্ছেন সেটি এখনো নিশ্চিত নন কেউই। তবে সম্ভাব্য ঠিকানা হিসেবে সাবকে ক্লাব বার্সেলোনার নামই বেশি উচ্চারিত হচ্ছে।
মেসিকে ঘরে ফেরাতে বার্সেলোনা যখন বৃহৎ পরিকল্পনা সাজাচ্ছেন, ঠিক সেই মূহুর্তে কাতালানদের ডেরায় বাজছে ভাঙনের সুর। মঙ্গলবার (১০ মে) বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। সাবেক সতীর্থের বার্সা ছাড়ার ঘোষণায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন লিও।
আরও পড়ুন>> বাড়ল চিনির দাম
তবে শুধু শুভকামনাই জানাননি, বুসকেটসের সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তের স্মৃতিগুলোও স্মরণ করেছেন মেসি।
সাবেক সতীর্থকে নিয়ে সাতবারের ব্যালন ডি অর বিজয়ী মেসি লিখেছেন, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’
এর আগে বুধবার বার্সা ছাড়ার বিষয়ে বুসকেটস লিখেছেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য ও ভক্ত সবাইকে ধন্যবাদ।’
ইবাংলা/এসআরএস