বিচার বিভাগের নিন্দা শেহবাজ শরীফের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের প্রতি বিচার বিভাগের পক্ষপাতদুষ্ট মনোভাবের নিন্দা করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি পিটিআই প্রধানকে লোহার ঢালের মতো রক্ষা করার জন্য বিচার বিভাগের নিন্দা করেন এবং বলেন জোট সরকার পাকিস্তানে আইনের শাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন>> নির্বাচনে আচরণবিধির ব্যাপারে ছাড় নয়: ইসি রাশেদা

ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ ইমরান খানের জন্য একটি লোহার ঢাল হয়ে উঠেছে।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল দেশটির সুপ্রিম কোর্ট আইএইচসি প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে অভিহিত করেন।

আজ শুক্রবার তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জামিনের নির্দেশ দেয় দেশটির ইসলামাবাদ হাইকোর্ট।

ইবাংলা/এসআরএস