বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মোখা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন মিয়ানমারের রাখাইন রাজ্যের সিটুয়ে এলাকায় অবস্থান করছে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন>> মোখার তাণ্ডবে সেন্টমার্টিন ও রাখাইন লন্ডভন্ড, নিহত ৫
এতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা আজ সন্ধ্যা ৬টায় সম্পূর্ণভাবে উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের শক্তি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ইবাংলা/এসআরএস