এফডিসিতে নায়ক ফারুকের জানাজা অনুষ্ঠিত

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রয়াত আকবর হোসেন পাঠান ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর এফডিসিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জনপ্রিয় এই নায়কের মরদেহে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সোয়া ১টার দিকে এফডিসিতে আনা হয়।

আরও পড়ুন>> বিএনপির ১৩ দিনের কর্মসূচি ঘোষণা

এফডিসিতে নায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা জানান চিত্রনায়ক কজী হায়াত, সোহেল রানা, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটে নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছায় তার মরদেহ।

ইবাংলা/এসআরএস

এফডিসিজানাজানায়ক ফারুক