রাজধানীতে কালবৈশাখী ঝড়

মৌসুমে প্রথমবারের মতো কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হয়েছে ঢাকা। তীব্র ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে রাজধানী জুড়ে। তীব্র গরমের পর কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত জনজীবনে অনেকটাই শীতলতার পরশ বুলিয়েছে। ঢাকা বিভাগের অন্যান্য জেলাতেও ঝড়ের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৭ টার দিকে ঝড় শুরু হয়।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গাবতলি, মহাখালি, গুলশান, বারিধারা, বাড্ডা, বাসাবোসহ পুরো ঢাকাতেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছের ডালপালা ভাঙার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন>> মেসির বিকল্প পেয়ে গেছে পিএসজি

নগরীর গাবতলি এলাকায় ঝড় শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হঠাৎ বাতাস শুরু হলো। ধূলায় চারদিক অন্ধকার হয়ে গেল। মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সবাই নিরাপদে যেতে যেতেই ধুলোয় একাকার।’

মোহাম্মদপুর এলাকার এক বলেন, ‘ঝড় হয়েছে ভাল হয়েছে। বৃষ্টিটা একটু বেশি হলে ভাল হয়। গরম আর ধূলাটা কমবে।’

এদিকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে নগরীতে ঝড় হলেও এতে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ঝড়ের প্রায় আধা ঘণ্টা আগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি তাদের ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় জানায়, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ পাবনা,ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা ও তৎসংলগ্ন এলাকাসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

ইবাংলা/এসআরএস

কালবৈশাখী ঝড়রাজধানী