ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ভিখারির মতো ঘুরছে সরকার: নুর

ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ভিখারির মতো ঘুরছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশকে আজকে যেভাবে বিদেশে রাষ্ট্রগুলোর কাছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, হঠাৎ করেই দেশ যারা এতদিন প্রটোকল পেয়ে আসছিল সেটা সরকার উইথড্র করেছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের সংবিধান এটাকে কোনোভাবেই সমর্থন করে না।’

আরও পড়ুন>> বিএনপি অগ্নিসন্ত্রাস করলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে: কাদের

গণঅধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ‘অনেকে বলছে, প্রধানমন্ত্রী ঘুমের ঘোরেও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে তদবির করার জন্য, খাতির করার জন্য চেষ্টা করছেন। তার কোনো রাষ্ট্রীয় ভ্রমণ ছিল না। তারপরও তিনি জাপান গিয়েছেন জনগণের টাকা খরচ করে, যুক্তরাষ্ট্র গিয়েছেন, যুক্তরাজ্য গিয়েছেন, এই সফরের ফলাফল ঘোড়ার ডিম। আমরা বলতে চাই, জনগণের পয়সা খরচ করে ঘোড়ার ডিম মার্কা বিদেশি সফর এখন থেকে আর দেওয়া যাবে না।’

নুর বলেন, ‘যদি জনগণের টাকা খরচ করে ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ নিয়ে পিকনিক মুডে এরপর থেকে সফর করা হয় জনগণকে নিয়ে আমরা বিমানবন্দর ঘেরাও করব। আবার শুনতে পেরেছি, আগামী ২৩ মে কাতার তৃতীয় ইকোনমি ফোরামের সম্মেলনে যোগ দিতে সফরে যাবেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই। শুধু বিদেশিদের সাথে খাতির করার জন্য তিনি সফরে যাচ্ছেন। অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছেন।’

ডাকসুর এই সাবেক ভিপি বলেন, ‘একদিকে ওবায়দুল কাদেররা টেলিভিশনে বলছেন, বিরোধী দল নাকি বিদেশিদের পেছনে ঘুরঘুর করছে, বিদেশিদের কাছে নালিশ দিয়ে বেড়াচ্ছে। অথচ বিদেশিদের কাছে এরা ক্ষমতায় থাকতে ভিখারির মতো ঘুরছে। আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলা, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, বাকশাল কায়েম করার দিবাস্বপ্ন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।’

ইবাংলা/এসআরএস

নুরসরকার