বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।
শনিবার সকালে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর শালবন সেন্ট্রাল রোডে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, আবারও পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে আমি জেনেছি। ঢাকা গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আর দু-এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে।
চিনির বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।
আরও পড়ুন>> অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন ইমরান খান
কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। সংশ্লিষ্ট দফতর দেখবে। কাঁচাবাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সব বিষয়ে আলোচনা করা হচ্ছে। যাতে দাম স্বাভাবিক থাকে। এটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় এর সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, রংপুর জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবাংলা/এসআরএস