প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন, ইবিতে বিবৃতি

মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২.৩০ টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদসহ হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।

বশেমুরবিপ্রবি ও ইবি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২.৩০ টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ড. মো: কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার।

আরও পড়ুন>>কুকি চিন’র পুতে রাখা মাইন বিস্ফোরনে ১ শ্রমিক নিহত

ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদালুল হক শরীফ, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, মেহেদি হাসান রাসা প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান মিয়া।

এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই এবং হুমকিদাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যাকে বারবার হত্যার ষড়যন্ত্র হলেও আল্লাহতায়ালা তাকে বাঁচিয়ে দিয়েছেন।

আরও পড়ুন>>ইবি ছাত্রী হলে ভেন্ডিং মেশিন স্থাপিত

বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যেকোন ষড়যন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার রুখে দিবে। মানববন্ধনে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদসহ হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৩ মে) শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু-পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ। চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।

শাপলা ফোরাম মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপযুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

আরও পড়ুন>>মধ্যরাত থেকে গাজীপুরে মোটরসাইকেল চলাচল বন্ধ

বিবৃতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়। উক্ত দাবীর সমর্থনে আগামী বুধবার(২৪ মে) ইবি শাপলা ফোরাম সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।

এ বিষয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এ ধরনের একটি বক্তব্য চরম ধিক্কারজনক এবং এই দোষী ব্যক্তিকে যতদ্রুত সম্ভব বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

ইবাংলা/ আই এইচ

ইবিতেবশেমুরবিপ্রবিতেবিবৃতিমানববন্ধন