‘নেইমারকে কিনলে বিপদে পড়বে ইউনাইটেড’

কাতার বিশ্বকাপ থেকে ফুটবল মাঠের বাইরে আছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি অস্ত্রোপচার শেষে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) অনুশীলন কেন্দ্রে ফিরেছেন তিনি। তবে এখনো মাঠে ফিরতে পারেননি। ফলে ফরাসি ক্লাবটির সমর্থকদের রোষানলে পড়েছেন সেলেসাওদের এ পোস্টার বয়।

সম্প্রতি পিএসজির সমর্থকরা নেইমারকে বিদায় করতে তার বাড়ির সামনে বিক্ষোভ করে। আবার নেইমারও নাকি তার ঘনিষ্ঠজনদের জানিয়ে দিয়েছেন প্যারিসে আর থাকতে চাইছেন না তিনি।

এতে গুঞ্জনের হাওয়া আরো ভারী হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে দেখা যেতে পারে নেইমারকে। এর মধ্যে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম বেশি শোনা যাচ্ছে।

আরও পড়ুন>> করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা

তবে নেইমারকে কেনার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেডকে সতর্ক করে দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রেনে মেউলেনস্টিন। তিনি বলেছেন, নেইমারের মতো উঁচু চাহিদার এবং অহংকারী খেলোয়াড়কে কিনলে বিপদে পড়তে হতে পারে ইউনাইটেডকে।

মেউলেনস্টিন তার কোচিং ক্যারিয়ারের বিভিন্ন সময় ইউনাইটেডের বয়সভিত্তিক দলের কোচিং করিয়েছেন। এ সময় ফার্গুসনের কাছাকাছিও আসেন এই ডাচ কোচ।

নেইমারকে কেনার ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরে মেউলেনস্টিন বলেছেন, ‘এটা সম্ভবত গুজব এবং অনুমান। সবাই এ নিয়ে মুখ বন্ধ রেখেছে। এটা নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কারণ, সে বেশ সামর্থ্যবান খেলোয়াড়, কিন্তু পাশাপাশি সে প্রিমা ডোনাও (ইতালিয়ান এই শব্দটি দিয়ে মূলত অহংকারী ও উঁচু চাহিদার কাউকে বোঝানো হয়, যিনি অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন না)। আর সে প্রিমিয়ার লিগে কখনো খেলেওনি। স্পেন ও ফ্রান্সে খেলা একদম আলাদা ব্যাপার।’

ইবাংলা/এসআরএস

 

ইউনাইটেডনেইমার