কাশ্মিরসহ ভারত ও পাকিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালে ৫.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে উৎপত্তিস্থলের আশপাশে ভূমিকম্পের মাত্রা ৫.৯ ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান সীমান্ত।
তারা বলেছে যে, প্রাথমিক তথ্যে ভূমিকম্পের ইঙ্গিত দেওয়া হয়েছে ৫.২ মাত্রার। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান সীমান্ত অঞ্চলে। এর গভীরতা ছিল ২২০ কিলোমিটার।
আরও পড়ুন>> আদাবরে ৮ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে উপত্যকায় লোকজন তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।
তবে এখন পর্যন্ত কোথাও থেকে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায় ও পাকিস্তানে কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সকাল ১০টা ১৯ মিনিটে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর এবং অন্যান্য শহরে ৬.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এর আগে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে টোকিও এবং পূর্ব জাপানের অন্যান্য অঞ্চলগুলি কেঁপে ওঠে, তবে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস
ইবাংলা/এসআরএস