বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ

রাজশাহী ব্যুরো

ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে গণসংযোগ চলার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুরে এ ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশীদ মণ্ডলের কর্মীদের দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে,  অভিযোগ অস্বীকার করে  মশিউর রহমানের দাবি, পরাজয় নিশ্চিত জেনে নিজেরাই ভাঙচুর চালিয়ে দায় চাপাচ্ছে প্রতিপক্ষ।

নির্বাচন ঘিরে এ ধরনের হামলার  ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।  অন্যদিকে, নির্বাচন যাতে শুষ্ঠ হয় সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানান ক্ষেতলাল উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।মামুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর।

ইবাংলা/টিপি/ ৩ নভেম্বর, ২০২১

 

ইউপি নির্বাচনজয়পুরহাটহামলা
Comments (0)
Add Comment