বিশ্বকাপ নক আউটে যে দলের মুখোমুখি ব্রাজিল

আর্জেন্টিনায় চলছে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে ডি গ্রুপে প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জয়লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সের হিসেবে শেষ ষোলোতে উঠেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে সেলেসাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিল ১১ গোল করে খেয়েছে ২টি গোল।

আরও পড়ুন>> স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়ব: প্রধানমন্ত্রী

৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ ডি থেকে ব্রাজিল এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতালি শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয় সেলেসাওরা।

নক আউট তথা শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে তিউনিসিয়া যুবাদের পেয়েছে। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৩১ মে) এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়া গ্রুপ ই থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়। নিজেদের তিন ম্যাচে তিউনিসিয়া একটিতে জয় ও দুটিতে হার দেখেছে।

ইবাংলা/এসআরএস

বিশ্বকাপব্রাজিল