বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে: আইনমন্ত্রী

বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিলো। কিন্তু এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।’

শুক্রবার (২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>বাজেট অবাস্তব, এভাবে মূল্যস্ফীতি রোধ করা সম্ভব নয়: সিপিডি

আনিসুল হক বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বাংলাদেশের উন্নয়ন কারো কারো ভালো লাগছে না। বিশেষ করে বিএনপির সাহেবদের। বিএনপি চোখ থাকতেই অন্ধ। তাদের সঙ্গে এখন আরো কেউ যোগ দিয়েছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার মানুষ, বাংলার ছাত্রছাত্রীরা শেখ হাসিনার সঙ্গে আছে। ষড়যন্ত্র করে পার পাবে না কেউ। ষড়যন্ত্র করলে জনগণ উচিত শিক্ষা দিয়ে দেবে।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।

ইবাংলা/এসআরএস

 

আইনমন্ত্রীবাজেট