সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে: ফখরুল

সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের সময় শেষ হয়ে গেছে।

পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘সরকারের পিছনে আজরাইল দাঁড়িয়ে গেছে। তাদের সময় শেষ। এখনো সময় আছে। ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধী দলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। এই প্রক্রিয়া শুরু হয়েছিলো খালেদা জিয়াকে সাজা দেয়ার মাধ্যমে। এভাবেই নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামীলীগ। কিন্তু তাদের সেই আসায় গুড়ে বালি। কারণ মানুষ জেগে উঠেছে। নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না।’

আরও পড়ুন>> ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

এ সময় বাজেট নিয়ে তিনি বলেন, ‘সরকার বাজেটের নামে মশকরা করছে দেশের মানুষের সাথে, এটা গরীব মারার বাজেট।

এদিকে শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা হবে এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চার/পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিবেন মহাসচিব। সরকার মরণ কামড় দিবে টিকে থাকতে। আমরাও মরণ কামড় দিবো তাদেরকে বিদায় করতে। ভারত ও প্রশাসনের মধ্যে কিছু দুর্নীতিবাজ চাই, এই সরকার আজীবন থাকুক।

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, হাইকোর্টও প্রভাব মুক্ত নয়। দেশের মানুষ জেগে উঠেছে। পালানোর পথ পাবে না আওয়ামী লীগ।

স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন ও নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে।

ইবাংলা/এসআরএস

ফখরুলসরকার