নওগাঁর মহাদেপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। পরে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন>> ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। সোমবার দুপুরে হাট-চকগৌরী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ চার যাত্রী নিহত হন।
তিনি আরো জানান, মরদেহগুলো উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইবাংলা/এসআরএস