যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে সোমবার দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন সাকিব। ইনডোরে টাইগার দলের অনুশীলনের ফাঁকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছু সময় আলাপ করেন তিনি।

আরও পড়ুন>> দেশে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন। তবে চোটের কারণে এই ম্যাচে খেলবেন না টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব।

টেস্টে খেলা না হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন সাকিব। রশিদ খানের দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। টেস্ট ম্যাচ খেলে ১৯ তারিখ ভারতে খেলতে উড়াল দেবে তারা। এরপর জুলাইয়ে টাইগারদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবে আফগানরা।

এর আগে, সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, আমেরিকাতে ছেলে-মেয়েদের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব।

ইবাংলা/এসআরএস

যুক্তরাষ্ট্রসাকিব