তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের উদ্দেশে গিয়েছিলেন রাষ্ট্রপতি

ইবাংলা নিউজ ডেস্ক : রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (৬ জুন) বিকেল ৬টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন…আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব,

তিন বাহিনীর প্রধানরা, সচিব (জননিরাপত্তা বিভাগ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত ১ জুন তুরস্কের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন…৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর মো. সাহাবুদ্দিনের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নেন তিনি।

ইবাংলা/এম আই পৃ 

erdoanpresidentএরদোয়ানতুরস্কের শপথ অনুষ্ঠানেরাষ্ট্রপতি