গভীর রাতে শ্রমিক লীগ নেতার বাড়িতে পুলিশের হানা!

ভুক্তভোগি শ্রমিক লীগ নেতা মহিন উদ্দীন ভূঁইয়া প্রতিবেদককে বলেন, গভীর রাতে এএস আই হাসানের নেতৃত্বে কিছু সংখ্যক পুলিশ এসে আমার ঘরের চারপাশে ঘেরাও করে এবং এএসআই হাসানসহ কয়েকজন আমার ঘরের ভেতরে ঢুকে ঘর তল্লাশি করে।

লক্ষ্মীপুর (রামগঞ্জ) প্রতিনিধি : লক্ষ্মীপুর রামগঞ্জ ‍উপজেলার ১০ নং ভাটারা ইউনিয়নের হাসিমপুর শ্রমিক লীগ নেতা মহিন উদ্দিন ভূঁইয়ার বসত বাড়িতে এএসআই হাসানের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশের একটি টিম হানা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ জুন) গভীর রাত আনুমানিক সোয়া ১ টার সময় ভাটারার হাসিমপুরে ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন>>রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)-৫

ভুক্তভোগি শ্রমিক লীগ নেতা মহিন উদ্দীন ভূঁইয়া প্রতিবেদককে বলেন, গভীর রাতে এএস আই হাসানের নেতৃত্বে কিছু সংখ্যক পুলিশ এসে আমার ঘরের চারপাশে ঘেরাও করে এবং এএসআই হাসানসহ কয়েকজন আমার ঘরের ভেতরে ঢুকে ঘর তল্লাশি করে।

এসময় আমার স্ত্রী ও আমার বোন এবং মেয়েদের ঘুম থেকে ডেকে তোলে এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। কথাবার্তার এক পর্যায়ে এএসআই হাসান ও হাসানের সঙ্গীয় পুলিশ সদস্যরা আমার পরিবারের নারী সদস্যদের সাথে খুব খারাপ আচরণ করেন এবং অশ্লিল কথাবার্তা বলে।

মহিনউদ্দিন আরও বলেন, আমি কোন মামলার আসামি কিংবা আমার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগও নেই। কিন্তু কোন আইনে গভীর রাতে বিনা ওয়ারেন্ট, সার্স ওয়ারেন্ট ছাড়াই গভীর রাতে বসত বাড়িতে ঢুকে ঘর তল্লাশী করেন। এতে আমার বাড়ির লোকজন ভয়ে আতঙ্কগ্রস্থ।

এ বিষয়ের সত্যতা জানতে এএসআই হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে গভীর রাতে বসত বাড়িতে ঢোকার কথা স্বীকার করেন এবং বলেন মহিন উদ্দীনের বিরুদ্ধে কোন ওয়ারেন্ট বা সার্স
ওয়ারেন্ট নেই।

আরও পড়ুন>>নওগাঁয় ৯ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

তাহলে গভীর রাতে পুলিশ নিয়ে বাড়ি ঘেরাও এবং ঘর তল্লাশী করেছেন কেন? প্রশ্নের জবাবে এএসআই হাসান বলেন, সে কৈফিয়ত আপনাকে দিতে হবে বলে উল্টো শ্বাসাতে থাকেন প্রতিবেদককে। এছাড়াও বলেন আমার বিরুদ্ধে নিউজ বা যা কিছু করতে পারেন করেন। জনমনে প্রশ্ন এই এএসআই হাসানের খুটির জোর কোথায়?

ভুক্তভোগি মহিন উদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেল শাখা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও কার্যকরী সভাপতি রামগঞ্জ উপজেলা এবং সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর মোটর শ্রমিক লীগ।

ইবাংলা/ বা এ

পুলিশেরবাড়িতেহানা!