রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. চান মিয়া (৫০) নামের এক প্রসাধনী ব্যবসায়ী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়।
বুধবার (৭ জুন) মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চান মিয়ার স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে প্রসাধনীর ব্যবসা করেন।তারা বাবা ও ছেলে নিউমার্কেট থেকে মিরপুরে একটি বাসে বাসায় ফিরছিল। ছেলে বাসায় এলে আমি তাকে জিজ্ঞাসা করি তার বাবা কোথায়। পরে তার বাবাকে সঙ্গে না দেখতে পেয়ে আবার মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড গেলে সেখান থেকে লোকজন বলে তাকে বাস থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে আমাদের এখানে ফেলে দিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:মা হচ্ছেন স্বরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্রমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার কাছে থেকে একটি স্মার্ট ফোন নিয়ে গেছে এবং কত টাকা নিয়েছে এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।