পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন পঞ্চগড়ের তিন শতাধিক মুসল্লি।

শুক্রবার (৯ জুন) সকাল ৯টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা

এর আগে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম নামাজের আহ্বান জানান।

খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, বৃষ্টির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইস্তিস্কার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান দাবদাহ থেকে রক্ষার জন্য আমরাও নামাজ আদায় করছি।

ইবাংলা/জেএস

পঞ্চগড়