আফগানিস্তান টেস্টে অনিশ্চিত তামিম!

আফগানিস্তনের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হচ্ছে আগামী ১৪ জুন। তবে টেস্ট শুরুর আগে অস্বস্তিতে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। কেননা আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগেই- পিঠের পুরোনো ব্যাথা ফেরায়, বিশ্রামে আছেন তামিম।

জরুরি সিরিজগুলোর আগে এখন বাংলাদেশ দলের প্রস্তুতির খবরের পাশাপাশি তামিম ইকবালের খোঁজ রাখতে হয় আলাদা করে। তিনি যে নিয়মিতই পড়ছেন চোটে, আর মিস করছেন ম্যাচ। গত দুই বছরে এটা যেন নিয়ম হয়ে উঠেছে। চোটের কারণে তামিম খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ সব ম্যাচ।

২০২১ সালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আঙ্গুলের চোটে পড়েন। ফলে মিস করেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলতে পারেননি। এছাড়া পেটের পীড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটি টেস্ট খেলেননি। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঠিকই খেলেছিলেন এই ওপেনার। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও মিস করেন কুঁচকির চোটে পড়ে।

আরও পড়ুন>>ঢাকা-১৭’র উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত

এবার আবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে শোনা যাচ্ছে তামিমের ইনজুরির কথা। কোমড়ের চোট বেশ পুরনো। সেই চোটে বারবার ভুগতে হয়েছে তামিমকে। সেই চোট আবার মাথা চাড়া দিয়েছে। আয়ারল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ডে চিকিৎসকের স্বরনাপন্নও হয়েছিলেন তামিম। কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠেনি এই সমস্যা।

তামিমের চোটের কারন নিয়ে গণমাধ্যমকে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, ‘তামিমের এই ইনজুরিটা বারবার ফিরে আসছে। এটা আসলে চিন্তার কারণ। তবে এমন ইনজুরিগুলো তিনদিনের মতো বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। আফগান টেস্টের এখনও কিছু সময় আছে। আশাকরি তামিম তার আগে ফিট হয়ে উঠবেন।’

আফগানিস্তান টেস্টে বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

ইবাংলা/এসআরএস

আফগানিস্তানতামিম