শাহরুখকে অনুযোগ মাখা অনুভূতির খোলা চিঠি রাহুলের

বিনোদন ডেস্ব

চিঠির শুরুতেই আরিয়ান খানকে নিয়ে কিছু কথা। তাঁর প্রতি রাহুলের ভাবনা উঠে এসেছে প্রথম কয়েকটি ছত্রে। আর তার পরেই বাদশা খানের প্রতি তাঁর একগুচ্ছ অভিমান। বলিউডের ‘বাদশা’র উদ্দেশ্যে টলিউডের অভিনেতার লেখা— ‘স্যার দোষ আপনার। আপনি দিল্লি থেকে এসে এতো কিছু কেন করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় কেন ঢোকালেন, “তোমরাও পার!”’

  • খোলা চিঠিতে শাহরুখের কাছে রাহুল লিখেছেন — ‘আজ বিজয়গড়ের একটা ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে। পরিশ্রমকে নিজের পাথেয় করেছে কাকে দেখে? এত স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনও মানে হয়? আমরা বসতাম নীচে, ফ্রন্ট রো-তে। পোস্টারের এর যোগ্য করে তুলেছেন শুধু আপনি।’

৫৬টি বসন্ত পার করলেন শাহরুখ। তবু আজও ভক্তদের কাছে তিনি সেই আতন্ত রোম্যান্টিক ‘রাজ’। কিংবা ‘রাহুল’। আর এখানেই ক্ষোভ বাস্তবের রাহুলের। একটা সময়ে দেশবাসী ভারত বলতে বুঝত শাহরুখ খান। এক সময়ে নিয়মিত বিজয়গড় কলোনির বেঁটেখাটো ছেলের স্বপ্নে ছিল তাঁর। পুরনো শাহরুখ যেন তাঁর কানের কাছে ফিসফিস করে বলছেন “হ্যাঁ, তুমিই সেরা!” সেই স্মৃতি আজও রাহুলের চোখে আঁকা।

ইবাংলা/ এইচ /০৩ নভেমবর, ২০২১

Comments (0)
Add Comment