যে যাই বলুক, বিএনপি যতই চক্রান্ত করুক, জামায়াত যতই ষড়যন্ত্র করুক, ডিসেম্বরের শেষে ভোট হবেই। আর সেই ভোটে রাজাকারমুক্ত সরকার চাই। এসব কথা বলেছেন জাসদ কেন্দ্রীয় সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যে তিন এমপি
হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশিরা যাই করুক না কেন, সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে নির্বাচনটা করতেই হবে। বিএনপি আসলেও ভোট হবে, না আসলেও হবে। ভোট হতেই হবে। নির্বাচন কেউ কোনোভাবেই আটকাতে পারবে না।
বিএনপি-জামায়াত আসলে নির্বাচন চায় না, তারা নির্বাচনের আগেই ক্ষমতা চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। বিএনপি-জামায়াত হাজার চেষ্টা করলেও ভোটের নামে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না। বাংলাদেশের জনগণ সেটা চায় না।
উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদেল চৌধুরী ও আব্দুল্লাহিল কাইযুম।
এতে প্রধান বক্তা ছিলেন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
ইবাংলা/জেএস