উন্নত বাংলাদেশ গড়তে হলে জেলা-উপজেলা পর্যায়ে প্রান্তিক বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নাই। জেলা পর্যায়ে এসএমইসহ ছোট ছোট বিনিয়োগ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রোববার (১১ জুন) আগারগাঁওয়ে বিডা ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
বিনিয়োগ সংক্রান্ত এ কর্মশালায় দেশের সব জেলার অতিরিক্ত জেলা প্রশাসকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মিজ ভ্যান গুয়েন।
আরও পড়ুন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আমাদের দেশের আয়তন ছোট হলেও কৃষি উৎপাদন অনেক বেশি। তাই আমাদের কৃষি বেইজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে হবে। এছাড়া বিভিন্ন জেলায় শিল্প, পর্যটন, স্থানীয় কৃষিপণ্যের বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মিজ ভ্যান গুয়েন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে নারীর উন্নয়নের প্রশংসা করেন।
ইবাংলা/জেএস