২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশে এই মুহূর্তে চলছে আরও এক শিরোপা উৎসব। সেটাও ফুটবল নিয়েই। লাতিন আমেরিকার দেশটিতে চলমান যুব ফুটবল বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। ইতালিকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম এ আসরের শিরোপা জিতল তারা।
বড়দের বিশ্বকাপে ইতালির দুর্দিন চলছে। টানা দুই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি তারা। এবার যুব বিশ্বকাপেও হতাশ হতে হল দেশটিকে। পুরো ম্যাচে লড়াইয়ে টিকে থাকলেও শেষ মুহুর্তের এক গোলে শিরোপা বঞ্চিত হলো তারা। উরুগুয়ের হয়ে এ ম্যাচের একমাত্র গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। এদিকে লাতিন আমেরিকার দেশটির জয়ে টানা চাবারের ইউরোপিয়ান কোনো দেশের এ টুর্নামেন্টের শিরোপা জয়ের ধারা বন্ধ হল।
আরও পড়ুন>> দুই সিটির ভোটে অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ
শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার এস্তাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে রবিবার রাতে মুখোমুখি হয় ইতালি ও উরুগুয়ে। দুই দলই রক্ষণ গুছিয়ে রাখলেও পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে উরুগুয়ে। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের প্রথম দিকেই দুবার গোলবঞ্চিত হয় উরুগুয়ে। ইতালির গোল রক্ষক সেবাস্তিনো দেসপ্লানচেজের ক্ষিপ্রতায় ফাব্রিসিও দিয়াজ এবং অ্যান্ডারসন দুয়ার্তের নেয়া জোরালো শটেও পিছিয়ে পড়তে হয়নি ইতালিকে।
পুরো ম্যাচে ইতালির পোস্ট লক্ষ্য করে ১৫ টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র চারটি। এদিকে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত গলের দেখা পায়নি উরুগুয়ের যুবারা। একেবারে শেষ মুহুর্তে শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে লুসিয়ানো রদ্রিগেজের নেয়া শটে প্রথম এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ম্যাচ শেষ হবার আগ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখার চেষ্টা করেছে শুধু। তাতে সফলও হয়েছে তারা। অন্যদিকে, ম্যাচে ইতালি শট নিয়েছে মাত্র তিনটি যার একটিও ছিল না লক্ষ্যে। ফলে ১-০ গোলের জয়ে এবারের চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
২০১১ সালে লাতিন আমেরিকার দেশ হিসেবে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারের আসর থেকে অবশ্য ইসরায়েল কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে এ টুর্নামেন্ট থেকে।
ইবাংলা/এসআরএস