পল্লবীতে শাহিনউদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে শাহিনউদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. ইব্রাহিম সুমন ওরফে সুমন ওরফে বাওয়া সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ জুন) সকালে রাজধানীর মিরপুর-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বিকেলে র‌্যাব-৪ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি তার কৃত অপরাধের কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন>> দুই সিটিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

জিজ্ঞাসাবাদে সুমন জানায়, তার সঙ্গে ভিকটিম শাহিনউদ্দিন ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে আসামি ভিকটিম শাহিনউদ্দিনকে বিরোধ মীমাংসার জন্য দেখা করতে বললে শাহিনউদ্দিন আসামির নির্ধারিত জায়গায় দেখা করতে যায়। পরে সুমন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা মোতাবেক ভিকটিমকে ঘিরে ফেলে এবং দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে।

একপর্যায়ে শাহীনউদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে আসামি ও তার সহযোগীরা মৃত্যু নিশ্চিত করে টেনে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় শাহিনউদ্দিনের মা আসামি সুমনসহ অজ্ঞাতনামা আসামিদের নামে পল্লবী থানায় একটি হত্যা মামলা করলে র‌্যাব-৪ আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুমনকে মিরপুর-২ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

ইবাংলা/এসআরএস

শাহিনউদ্দিন হত্যা